ঝগড়ার অবসান

ঝগড়ারত ছেলেটি ও মেয়েটি

লেখক - মনসুর আলি 


    সাগ্নিকের বাড়িতে ভীষণ ঝগড়া। বউয়ের সাথে। এটা ওটা সেটা নিয়ে। সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, সন্ধেয় ঝগড়া, রাতে ঝগড়া। কখন ঝগড়া নেই।

    ভালো মুশকিল হয়েছে ওর বিয়ে করে। বিয়ের আগে দিব্যি ছিল। বিয়ের পরই যত ঝামেলা সৃষ্টি। 

    একটা বিষয় সাগ্নিক জানে। কত মনীষী বলে গেছেন। ইউটিউবে কত ভিডিও দেখেছে সাগ্নিক ওই বিষয়ে। 

    বিষয়টা হচ্ছে— চুপ থাকলে জীবনের ষাট শতাংশের বেশি সমস্যার সমাধান আপনা থেকেই হয়ে যায়।

    আজ থেকে সাগ্নিক স্থির করল— ও স্ত্রীকে আর কিছু জিজ্ঞাসা করবে না, সবসময় চুপ থাকবে। প্রয়োজন ছাড়া কথা বলবে না। 

    যেমন চিন্তা তেমন কাজ।

    এখন সাগ্নিক দেখছে ওর স্ত্রী ওর কাছে এসে মন খুলে কত মনের কথা বলছে। সাগ্নিকের মতামত জানতে চাইছে। সাগ্নিক অল্প অল্প উত্তর দিচ্ছে।

    সাগ্নিক এভাবে এক সপ্তাহ চলল। সত্যিই ওর সংসারে আর ঝগড়া তেমন হচ্ছে না। 

    সাগ্নিক বুঝে গেল— নীরবতাই পারে শান্তি আনয়ন করতে।

    সাগ্নিকের সংসারে আর আগের মতো ঝগড়া হয় না।


বার্তা - নীরবতা শান্তি আনে।

Image Source : Pixabay


এই ধরনের গল্প আরও পড়ুন -

গল্প - মিসআন্ডারস্ট্যান্ডিং

https://www.golpochura.com/2025/12/blog-post_16.html

গল্প - কথার যাদু 

https://www.golpochura.com/2025/12/blog-post_11.html

গল্প - বাচ্চার জেদ

https://www.golpochura.com/2025/12/blog-post.html

Comments

  1. প্রিয় বন্ধু, গল্পটি কেমন লাগল জানাবেন...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মোবাইলে মুশকিল

আঁখিতে প্রেম