বাচ্চার জেদ
রমেন স্কুটিতে করে ওর তিন বছরের মেয়ে শিমুলকে নিয়ে বাজারে গেছিল। মেয়েকে একটা ফ্রক কিনে দেবে। পুরাতন বাজারে হাটে যাবার পথের আগে কাপড়ের একটা মার্কেট পড়ে।
মার্কেটে ঢোকার আগে বাবা-মেয়ে এক গ্লাস করে আখের রস খাবে বলে রসের দোকানের সামনে দাঁড়াল। রস খেয়ে সবে স্কুটিতে পিক আপ দিয়েছে ঠিক সেই সময়ে শিমুল পাশের লজেন্সের দোকানে লজেন্স ভরা বেশ কিছু বয়েম দোকানের সামনে সাজানো দেখল। বাবাকে বলল, ‘বাবা, লজেন্স কিনে দাও।’
রমেন দোকানীকে বলল, ‘দাদা লজেন্স দিন তো ক'টা।’ মেয়েকে বলল, ‘ক'টা নিবি?’ শিমুল বলল, ‘দশটা।’ রমেন দোকানীকে বলল, ‘দশটা দিন।’
দোকানের মধ্যে এক বয়স্ক মানুষ বসে পান চিবোচ্ছিলেন। শিমুলের দিকে তাকিয়ে বললেন, ‘দশটা লজেন্স মা?’
রমেন বলল, ‘আর বলবেন না, যা চাইবে দিতে হবে।’
ব্যক্তিটি বললেন, ‘না। ওরকম করবেন না। যা চাইবে সব দেবেন না। এরকম চলতে থাকলে এখন ও ছোট আছে আপনি সব দিচ্ছেন, একসময় ও বড় হবে, তখন ওর চাহিদা বাড়বে, যা চাইবে সব দিতে পারবেন না আপনি। আমার মেয়ে ক্লাস টেনে পড়ে, সাইকেল চেয়েছে, আমি বলেছি মাধ্যমিকে স্টার পা, তারপর সাইকেল নিবি।’
কথাগুলো রমেন সেদিন শুধু শুনেছিল, উপলব্ধি করতে পারেনি।
আজ শিমুল কলেজে উঠেছে। আজ সকালে ও বাবার কাছে হঠাৎ করে একদিন আইফোন চেয়ে বসল। বলল না দিলে ও আর কলেজে যাবে না।
আর ঠিক আজকের দিনে সেই অতীতের লজেন্সের দোকানে বসে পান চিবোনো লোকটার কথা ওর খুব মনে পড়ছে।
Image Source : Pixabay
আরও পড়ুন -
গল্প: সফলতার নীতি
https://www.golpochura.com/2025/10/blog-post_21.html
গল্প: মনসংযোগ
https://www.golpochura.com/2025/10/blog-post_3.html
গল্প: ব্যথা নিষ্কাশন
https://www.golpochura.com/2025/10/blog-post_22.html
গল্প: অমনোযোগী ছাত্র
https://www.golpochura.com/2025/11/blog-post.html
গল্প: কিছু কথা, কিছু ব্যথা

প্রিয় পাঠক, গল্পটি কেমন লাগল জানাবেন।
ReplyDelete