কথার যাদু



ট্রেন কম্পার্টমেন্ট

  লেখক - মনসুর আলি 


    অফিস যাচ্ছি। ট্রেনে উঠেছি। সামনে গঙ্গাসাগর মেলা। ভীষণ গুঁতোগুঁতি। কষ্ট করে যেতে হচ্ছে। লুঙ্গি ফতুয়া পরা এক বৃদ্ধ তাকে চেপে দাঁড়িয়ে থাকা এক মোটামতো ভদ্রলোককে বললেন, “অত চাপছেন কেন? সরে দাঁড়াতে পারেন না?”

     ভদ্রলোক রেগে আগুন। বৃদ্ধকে বললেন, “চাপ সহ্য করতে পারবেন না তো ভিতরে যান। গেটের পাশে দাঁড়িয়েছেন কেন?”

    দেখলাম আমার সামনে একটু ডাইনে ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ঝাড় দিচ্ছে। আমি লক্ষ করতে লাগলাম। 

    ভদ্রলোক বৃদ্ধকে  জিজ্ঞাসা করলেন, “নামবেন কোথায়?”

    বৃদ্ধ উত্তর করল, “জয়নগর।”

    “জয়নগর এখন অনেক বাকি। সবে সূর্য্যপুর। তা এত সামনে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে যান।”

    বৃদ্ধ চুপ। বোধহয় ভয় পেয়ে।

    ওই ভদ্রলোকই আমাকে চেপে দাঁড়িয়ে আছেন। ওঁর পিঠ আমার বুকের ওপর জোরসে চেপে বদ্ধ হয়ে রয়েছে। মোটা মানুষ। আমি বললাম, “দাদা নামার সময় একটু সাইড দেবেন।”

     আশ্চর্য! ভদ্রলোক তড়িঘড়ি সরে যেতে লাগলেন। আমি হেসে বললাম, “না না, এখন না। যখন নামব তখন।”

     ভদ্রলোক তবু নিজেকে যতটা পারলেন সরিয়ে নিয়ে আমার বেরোবার পথ করে দিতে চেষ্টা করলেন। 

    বুঝলাম— লোকে ঠিকই বলে। কথায় সাপের বিষ ওঠে, সাপের বিষ নামে। 


বার্তা - নরম কথা অনেক কঠিন কাজ সহজ করে দেয়।


Image Source : Pixabay


এই ধরনের গল্প আরও পড়ুন :


গল্প - বাচ্চার জেদ

https://www.golpochura.com/2025/12/blog-post.html

    

গল্প - লোকে কী ভাববে 

https://www.golpochura.com/2025/11/blog-post_16.html 


গল্প - সফলতার নীতি 

https://www.golpochura.com/2025/10/blog-post_21.html

Comments

  1. প্রিয় বন্ধু, গল্পটি কেমন লাগল জানাবেন...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মোবাইলে মুশকিল

আঁখিতে প্রেম