About


     মনসুর আলি মূলত বাংলা গল্প, উপন্যাস লেখেন। এই পর্যন্ত বিভিন্ন পত্রিকায় যেমন বর্তমান, বাংলা স্টেটসম্যান, সুখবর, এবং বহু লিটিল ম্যাগাজিন ও ওয়েব ম্যাগাজিনে এই লেখকের অসংখ্য গল্প প্রকাশিত হয়েছে। ‘গল্পচূড়া’ শীর্ষক এই ব্লগটিতে লেখক মনসুর আলি প্রকাশ করে চলবেন তাঁর রচিত নানান স্বাদের ছোটদের ও বড়দের নানান ধরনের গল্প। প্রিয় পাঠক, ব্লগের হোমপেজের ওপরে বামদিকে ড্রপডাউন মেনুতে স্পর্শ করলে গল্পের শ্রেণিগুলি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো গল্প ওপেন করে পড়তে পারবেন। আর হ্যাঁ, পড়া শেষ হলে কেমন লাগল কমেন্ট বক্সে জানালে লেখকের ভালো লাগবে। আর যদি লেখকের সাথে প্রয়োজনে যোগাযোগ করতে চান তাহলে হোমপেজের ওপরে CONTACT US এ ক্লিক করে Form এ লিখে Submit বাটনে ক্লিক করবেন। 

     আর-একটা কথা, এই ব্লগের বিশেষত্ব হল -

     সহজ ভাষায় জীবনঘনিষ্ঠ গল্প – যেখানে আছে জ্ঞান, অনুপ্রেরণা আর বিনোদন।

    Golpochura.com একটি বাংলা গল্পভিত্তিক ওয়েবসাইট।

    এখানে আমরা বাস্তব জীবন, অনুভূতি, সম্পর্ক ও সমাজঘনিষ্ঠ গল্প প্রকাশ করি।


    এই ব্লগের উদ্দেশ্য পাঠকদের ভাবতে শেখানো, 

    নিজের জীবনের সাথে গল্পের মিল খুঁজে পাওয়া।


    Golpochura.com কোনো ভুয়া খবর বা কপি কনটেন্ট প্রকাশ করে না।

    সব লেখা মৌলিক এবং লেখকের নিজস্ব।


     আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই আপাতত কলম রাখলাম। পরের পরিচয় হবে গল্পে গল্পে ---


শুভেচ্ছান্তে —


বিনয়াবনত 


লেখক

Comments

Popular posts from this blog

মোবাইলে মুশকিল