মোবাইলে মুশকিল

অটোর সামনে তরুণ ছেলে

     আজ সন্ধেয় ফ্যামিলির সাথে বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটা, খাওয়াদাওয়া করব বলে। পুরাতন বাজার আমার বাড়ি থেকে বেশি দূরে না। 
     মেয়েরা আর ওদের মা শপিং মলে ঢুকল। আমি রাস্তার ধারে স্কুটির পাশে দাঁড়িয়ে আছি। রাস্তায় লোকজন গাড়িঘোড়া চলেছে। 

     অনেকে হেঁটে যাচ্ছে। আবার অনেকে রাস্তা পার হচ্ছে। হঠাৎ একটি তরুণ ছেলেকে দেখলাম রাস্তা পার হতে গিয়ে আর একটু হলে অটোর কানা খাচ্ছিল বলে। মানে ধাক্কা লেগে যাচ্ছিল। 

     পরনে কেতাদুরস্ত পোশাক। স্মার্ট ছেলে দেখে মনে হয়। যে মুহূর্তে সে ধাক্কা খেতে যাচ্ছিল তখন আমার দৃষ্টি গেল ওর মুখের দিকে।

     দেখি ওর দুই কানে মোবাইলের হেডফোন গোঁজা। 

     এখন প্রশ্ন, ওই স্মার্ট লুকের ছেলেটা কি আসলে একজন স্মার্ট ছেলে ছিল। যে সামান্য পথচলার মতো কাজে নিজের দায়িত্ব নিজে নিতে ব্যর্থ হয়।

    অটোর সাথে ধাক্কাটা লাগলে ওর মাথাটা আর হয়ত আস্ত থাকত না।

     এই ঘটনা দেখে আমার শুধু একটা কথা মনে আসছে, শুধু ওই ছেলেটি নয়, ওর মতো কত ছেলে, কত মেয়ে, কত পুরুষ মহিলা কানে হেডফোন লাগিয়ে পথ চলে, গাড়ি চালায়। তারা কি নিজেকে ভালোবাসে না? বোধহয় বাসে। তবে কাণ্ডজ্ঞানের ভীষণ অভাব। 

     এদের স্মার্ট লুক থাকলেও এরা আসলে আনস্মার্ট।


বার্তা - কানে হেডফোন গুঁজে পথ চলা বা ড্রাইভিং করা বিপজ্জনক।  


Image Source : Pixabay


আরও পড়ুন:

গল্প: ত্যাগ 👇

https://www.golpochura.com/2025/10/blog-post_16.html?m=1


   


Comments

  1. প্রিয় বন্ধু আপনার মন্তব্য জানাবেন...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আঁখিতে প্রেম