মিসআন্ডারস্ট্যান্ডিং
জয়ী অবীনকে বলল, “এই দ্যাখো একটু বসে টিফিনটা খেয়ে নিলে হয় না। যাব তো অনেক দূর। বাসে আধঘন্টা।”
অবীন একটু দূরের একটা সিমেন্টের বেঞ্চের দিকে আঙুল বাড়িয়ে বলল, “চলো ওখানে বসি।”
জয়ী নাঁক সিঁটকোলো, “উঁহ, ওখানে ওই পাগল-পাগল ছেলেটা বসে আছে। আমি ওখানে বসব না।”
অবীন বলল, “কী বললে, পাগল ছেলে?”
জয়ী বলল, “হ্যাঁ পাগলই তো। দেখোনা কেমন মাথার চুল, পায়ে চটি, কাঁধে ঝোলা, মুখে দাড়ি।”
অবীন মুচকি হেসে বলল, “এসো পরিচয় করিয়ে দিই।”
“অ্যাঁ-অ্যা-অ্যা---,” জয়ী আশ্চর্য।
অবীন এগিয়ে এল। বলল, “হাউ আর ইউ মিস্টার গাঙ্গুলি?”
“অল ইজ ওয়েল। অ্যান্ড হোয়াটস অ্যাবাউট ইউ অবীনদা?” ছেলেটির স্মার্ট জবাব।
অবীন জয়ীকে বলল, “হি ইজ নিশীথ গাঙ্গুলি। আমাদের পাশের পাড়ায় থাকে। আই আই টি ইঞ্জিনিয়ার। মাসে পনেরো লাখ টাকা বেতন। সল্টলেকে জব করে।”
জয়ীর চোখ ছানাবড়া হয়ে গেল। কী ভুল করছিল একটু আগে। ছেলেটার কাছে গিয়ে হাসিমুখে জয়ী বলল, “নমস্কার ভাই।” ছেলেটি নিচু হয়ে জয়ীর পাঁ ছুঁয়ে প্রণাম করল।
জয়ীর চোখে জল চলে এল। নিজেকে সামলে নিল। বলল, “এ কী করছেন?”
ছেলেটি শুধু বলল, “বউদিমণি তো মায়েরই একটা রূপ।”
বাড়ি ফিরে রাতে ঘুম এল না জয়ীর। ও মনে মনে শপথ করল— আর কোনওদিন কখনও ও মানুষের বাইরেটা দেখে তার সম্পর্কে সিদ্ধান্ত নেবে না। আজ কী বড় একটা ভুল হয়ে যাচ্ছিল।
জয়ী অনেক রাত অবধি জেগে থাকল...
বার্তা - লুক সবসময় সঠিক কথা বলে না।
Image Source : Pixabay
এই ধরনের গল্প আরও পড়ুন -
গল্প - কথার যাদু
https://www.golpochura.com/2025/12/blog-post_11.html
গল্প - লোকে কী ভাববে
https://www.golpochura.com/2025/11/blog-post_16.html
গল্প - সফলতার নীতি

প্রিয় বন্ধু, লেখাটি কেমন লাগল জানাবেন অনুগ্রহ করে।
ReplyDelete