অধ্যবসায়
লেখক - মনসুর আলি
বিনোদ কম্পিউটার চালাতে পারে না। খুব আফসোস ওর। ক্লাস নাইনে পড়ে। বাবার পয়সা নেই। তাই কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারে না।
বিনোদ একটা বুদ্ধি বার করল। সাজিদদের কম্পিউটার আছে। সাজিদ চালায়, সাজিদের বোন চালায়। ও বুদ্ধি করে সাজিদের কাছে গেল। সাজিদ ওরই ক্লাসে পড়ে।
গিয়ে বলল, “সাজিদ, আমার খুব ইচ্ছে কম্পিউটার শিখব।”
সাজিদ বলল, “কোর্স কর।”
বিনোদ বলল, “অত টাকা নেই। কী করে করব। তুই আমাকে শেখাবি?”
সাজিদ রাজি হয়ে গেল। সেই থেকে রোজ বিকালে আধঘন্টা করে সাজিদের কাছে বিনোদ কম্পিউটার শেখে সাজিদের বাড়িতে গিয়ে। টাইপ প্র্যাক্টিস করে।
এইভাবে শিখতে-শিখতে তিন মাস কাটল। বিনোদ এখন Word, Excel, PowerPoint, Tally কতকিছু শিখে নিয়েছে। এখন ও কম্পিউটারে দারুণ এক্সপার্ট।
গতকাল ওর বাবা ওকে বললেন, “বিনোদ, কিছুক্ষণ পর একটা সারপ্রাইজ পাবি।”
বিনোদ বলল, “কী বাবা, কেক কিনে দেবে?”
ওর বাবা কিছু বলতে যাবেন অমনি বাড়ির পিছনে ট্যাক্সির হর্ন বাজল। বিনোদের বাবা বললেন, “ওই এসে গেছে।”
বিনোদ বলল, “কী বাবা?”
বিনোদের বাবা বললেন, “সারপ্রাইজ।”
বিনোদ বাইরে রাস্তায় এসে দেখল, একটি তরুণ ছেলে ট্যাক্সি থেকে সিপিইউ নামাচ্ছে। আর-একজন ইউপিএস।
বিনোদের বাবা বললেন, “তোর সারপ্রাইজ।”
বিনোদ চোখদুটো বড় করে “ওয়াও!” বলে দুই হাত দিয়ে নিজের মুখটা চাপা দিল...
বিনোদের বাবা বললেন, “আমার কাছে পয়সা ছিল না। অনেক কষ্ট করে তোর জন্য এই তিনমাস জমিয়ে এই ডেস্কটপখানা কিনেছি। কেন জানিস? শুধু তোর কম্পিউটার শেখার অধ্যবসায় দেখে।”
বিনোদের চোখ ফেটে যেন আনন্দের অশ্রু বেরিয়ে আসতে চাইল...। ওর এতদিনের স্বপ্ন একটা নিজস্ব কম্পিউটার থাকবে সেটা পূরণ হল তাহলে!
বার্তা - অধ্যবসায়ের একটা আলাদা মূল্য থেকেই থাকে।
Image Source : Pixabay
এই ধরনের গল্প আরও পড়ুন -
গল্প - ধৈর্য ছাড়া অন্য রাস্তা নেই
https://www.golpochura.com/2025/12/blog-post_23.html
গল্প - ঝগড়ার অবসান
https://www.golpochura.com/2025/12/blog-post_22.html
গল্প - মিসআন্ডারস্ট্যান্ডিং

প্রিয় বন্ধু, গল্পটি কেমন লাগল জানাতে ভুলবেন না।
ReplyDelete