ধৈর্য ছাড়া অন্য রাস্তা নেই

দোকান

লেখক - মনসুর আলি 


    বিপুল একটা ব্যবসা করবে। বিপুল এমনিতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মাস গেলে যা পায় খেয়েপরে হাতে কিছু থেকেও যায়। এখন ও উতলা হয়ে পড়েছে, আরও ইনকাম চাই, একটা ছোটমতো ব্যবসা করতে হবে। ভালো কথা। কিন্তু ব্যবসা করতে হলে এই মুহূর্তে মূলধনও তো কিছুটা লাগবে। 

    কে দেবে টাকা? হাতে তো ততটা টাকা নেই। বউয়ের কাছে হাত পাতল। অনামিকা বলল, “আমার কাছে মেরেকেটে পাঁচটা হাজার টাকা আছে। সবটা যদি দিয়ে দেই তো আমার হাত একদম ফাঁকা হয়ে যাবে। আর পাঁচ হাজার টাকায় তোমার ওই ইমিটেশনের ব্যবসা হবে না। তুমি তো বলেছ কম করে পঁচিশ হাজার টাকা তোমার লাগবে।”

    বিপুল “ধুত্তোর” বলে নিজের হাঁটুতে একটা হালকা কিল মেরে মাথা নিচু করে। 

    অনামিকা বলল, “আর ছয়টা মাস ওয়েট করো না। তুমি তো বলেছ ছয় মাস গেলেই ও টাকা তোমার জোগাড় হয়ে যাবে। মাইনে থেকে ছয় মাস কিছু কিছু করে রাখলেই হল। ধৈর্য ধরো গো ধৈর্য ধরো। তুমিই তো আমাকে শিখিয়েছ ধৈর্য তেতো, কিন্তু এর ফল মিষ্টি। তুমি তাহলে এমন করছ কেন। একটা ব্যবসা ভালো করে ফাঁদতে পারলে তোমার চিন্তা থাকবে না। বাড়িতে মাল থাকবে। লোকে কিনতে আসবে। তুমি অফিসে থাকবে। আমি বাড়িতে বেচব। তুমি শুধু হিসাবটা মিলিয়ে নেবে। কত্ত টাকা ইনকাম হবে আমাদের। আর কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। তাহলে এমন করছ কেন? একটু ধৈর্য ধরো। এই ছয়টা মাস তুমি ওই ব্যবসা সম্পর্কে লোকের থেকে জানো। জ্ঞান অর্জন করো। মনে করো না এটা তোমার ব্যবসার মেকিং পিরিয়ড।”

    বিপুল বলল, “অনামিকা তুমি তো বেশ বললে। ছ'টা মাস দেখতে দেখতে কেটে যাবে। তাই না?”

    ছ' মাস পর বিপুলের মূলধন হাতে এসে গেল। এই ছ'মাস ধরে ইমিটেশনের কারবার করা মানুষজনদের থেকে ও অনেককিছুই জানল, শিখল। কোথা থেকে মাল আনবে, কী কী জিনিস আনবে, হিসাবের খাতা কীভাবে মেনটেন করতে হয়, মূলধনকে কীভাবে ব্যবহার করতে হয় এই বেসাতির কাজে ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস। 

    বিপুল প্রচুর জিনিস এনে বাড়ির একটা ঘরে রাখল। পাড়া থেকে রোজ তিনজন চারজন, কোনোদিন পাঁচ ছয় সাতজন কাস্টমার এসে এটা ওটা কিনে নিয়ে যেতে লাগল। কেউ নগদে, কেউ বাকিতে। যারা বাকিতে নিচ্ছে তারা সেই টাকা শোধ না দেওয়া অবধি নতুন জিনিস তাদেরকে দেওয়া হচ্ছে না। দারুণ রমরমিয়ে চলছে বিপুলের বেসাতি।

    আহা! অনামিকার কথা শুনেছিল বলে। 

    বিপুল এখন বোঝে পাকা খেলোয়াড়েরা ধৈর্য দিয়ে জিতে যায়।

বার্তা - ধৈর্য এমন ফল দিতে পারে যা কল্পনার বাইরে। 


Image Source : Pixabay


এই ধরনের গল্প আরও পড়ুন :

গল্প - ঝগড়ার অবসান 

https://www.golpochura.com/2025/12/blog-post_22.html


গল্প - মিসআন্ডারস্ট্যান্ডিং

https://www.golpochura.com/2025/12/blog-post_16.html


গল্প - কথার যাদু

https://www.golpochura.com/2025/12/blog-post_11.html

Comments

  1. বন্ধু, গল্পটি কেমন লাগল জানাবেন অনুগ্রহ করে...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মোবাইলে মুশকিল

আঁখিতে প্রেম