শব্দ

ঘুমন্ত বাচ্চা

 
লেখক - মনসুর আলি 


    রাত ১২টা। সাহিনের ঘুম আসছে না। আব্বা, মা পাশেই শুয়ে আছে। তবুও ভয় হচ্ছে। জানলার ওপাশে খড়খড় খড়খড় শব্দ। তাহলে কি চোর এসেছে?

    শীতকাল। এসময় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। চোরেরা সেই সুযোগে চুরি করতে বার হয়। 

    উঠোনে আব্বার সাইকেল রয়েছে। পাঁচিল দেওয়া বাড়ি ছ' বছরের ছেলে সাহিনদের। চোর কি তাহলে পাঁচিল টপকে ঢুকল!

    আবার খড়খড় খড়খড় শব্দ। চোর কি তাহলে জানলায় ওরকম আওয়াজ করছে। বাড়ির লোকেরা জেগে আছে কি না দেখছে?

     সাহিনের খুব ভয় করতে শুরু করে। ও আব্বাকে আর মাকে ডাকে।

    “ও আব্বা, ও মা, ওঠো তাড়াতাড়ি। চোর এসছে। জানলার বাইরে খড়খড় খড়খড় শব্দ করছে।”

    সাহিনের আব্বা রহিমবাবু খুব মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করলেন আওয়াজটা। শুনে ফিসফিস করে সাহিনের মা রফিজাকে বললেন, “হ্যাঁ তাই তো। ভালো করে শোনো...”

    রফিজা কান পেতে ভালো করে শুনলেন। তারপর ওপরের দিকে আঙুল দেখিয়ে বললেন, “ওই দ্যাখো চোর ওপরে।”

    রহিমবাবু আর সাহিন ওপরে তাকিয়ে দেখল একটা বড়সড় টিকটিকি জানলার পাশের আলমারির ওপর থাকা খবরের কাগজগুলোতে খড়খড় শব্দ করছে।

    সাহিন হাঁফ ছেড়ে বাঁচল। বলল, “ধুৎ। যত্তসব।”

    রহিমবাবু স্ত্রীকে বললেন, “সত্যিই তোমার চোখ আছে, সাথে কানও।”


বার্তা - সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। তাহলেই রহস্য ভেদ করা যায়।


Image Source : Pixabay

Comments

  1. প্রিয় পাঠক, গল্পটি কেমন লাগল জানাবেন...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মোবাইলে মুশকিল

আঁখিতে প্রেম