সবচেয়ে মূল্যবান
আব্বাসের শিক্ষক বাবা রহমানবাবু আব্বাস ও তার দশ-বারোজন বন্ধুদের নিয়ে গল্পের আসর বসিয়েছেন সন্ধ্যাবেলায় তাঁর বাড়ির করিডরে।
রহমানবাবু পাঁচখানা গল্প বলার পর বললেন, ‘এই ছেলেমেয়েরা, এইবার আমি তোদের একটা প্রশ্ন করব। যে ঠিক উত্তর দিতে পারবি তাকে (একখানা নীল রঙের কলম হাতে করে উঁচু করে) এই কলমখানা প্রাইজ দেব।’
‘বলো কাকু বলো,’ ছেলেমেয়েরা উদগ্রীব হয়ে উঠল।
‘বল দেখি পৃথিবীতে সবচেয়ে দামি কী?’ প্রশ্ন ছুঁড়ে দিলেন রহমানবাবু।
‘কেউ বলল ‘মা’, কেউ বলল ‘বাবা’, কেউ বলল ‘টাকা’, কেউ ‘প্রাণ’, কেউ ‘সম্মান’, কেউ ‘বাড়ি’, আবার কেউ বলল ‘ধর্ম’, কেউ বলল ‘ভালোবাসা’, আরও কত কী।
একটি ছোট্ট মেয়ে, নাম তার মিলি, সে বলল, ‘কাকু সঠিক উত্তর হবে সময়। কারণ যে সময় চলে যায় সে আর ফিরে আসে না।’
রহমানবাবু ‘সাব্বাস বেটি সাব্বাস!’ বলে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তারপর বললেন, ‘এই নাও মা তোমার পুরস্কার।’ বলে সুন্দর নীল কলমখানা ওর দিকে বাড়িয়ে দিলেন।
বার্তা - সময়ের চেয়ে মূল্যবান কিছু হয় না।
Image Source : Pixabay
প্রিয় পাঠকবন্ধু, গল্পটি কেমন লাগল জানাবেন।
ReplyDelete